হে আমি অধ্যম মধ্যবিত্ত,
ইচ্ছে আছে, স্বপ্ন আছে,
তবু পথ বন্ধুর।
সাধ্য নেই সেই স্বপ্ন বুননে,
তবু থেমে নেই যাত্রা।
পেটের ছুরি সয়ে,
ইচ্ছে পুঁজি করি,
আমি ছুটে চলি।
স্বপ্নকে ডেকে বলি,
"একদিন আমিই হবো বিজয়ী।"
জীবনের ভারে নুইয়ে পড়ি,
তবু আশা জ্বালিয়ে রাখি—
চিরদিনের তাগিদে।
পথে পথে কাঁটা বিছানো,
তবু থামে না পদচারণা।
স্বপ্নের সিঁড়ি বেয়ে,
আমি ছুটে চলি ভবিষ্যতের দিকে।
হে আমি অধ্যম মধ্যবিত্ত,
বাবার মুখের মলিন হাসি,
মায়ের শাড়ির আঁচলে লুকানো কান্না দেখে
ভুলে যাই সব অভিযোগ।
মুখোশের আড়ালে ঢেকে দিই
টাকার অভাব।
স্বপ্ন সাজাই রঙিন ফানুসে,
বুনে যাই ভবিষ্যত।
মুঠোফোনে দেখি নতুন স্বপ্ন,
আধুনিকতার ভিড়ে হারাই নিজেকে,
তবু সামলে নিয়ে খুঁজি নিজের ঠিকানা।
জীবনের প্রতিটি পাতায় লিখি
সংগ্রামের গান।
হে আমি অধ্যম মধ্যবিত্ত,
আমার লড়াই চিরকালীন।আমার চোখে ছোট ছোট আশা,
মুঠোফোনের স্ক্রিনে স্বপ্নের ছবি।
অথচ, পকেটে নেই কোনও টাকা,
তবুও সংগ্রামের পথ কখনো থামবে না।
বিশ্বের কোলাহলে হারিয়ে যাই,
কিন্তু আমার শিকড়ের টান আমাকে ফিরিয়ে আনে।
জীবনের পথে বাচ্চাদের হাসির সুর,
একদিন সে হাসি আমাকেও দিবে শান্তি।
হে আমি অধ্যম মধ্যবিত্ত,
আমার স্বপ্নে ভরা আকাশ,
যতই বাধা আসুক, আমি ছাড়ব না,
এই সংগ্রামই আমার জীবন।