পৌষের প্রভাতে জাগে শিশিরের সুর,
মাঠ জুড়ে ধানের শীষে রূপালি রঙে ভরপুর।
নবান্নের গন্ধে ভরে যায় গ্রাম,
শীতের আলিঙ্গনে জাগে নতুন এক প্রাণ।
খেজুর গাছে রসের হাঁড়ি ঝুলে,
গোলাপি রোদ আসে গাছের পাতায় দুলে।
কুয়াশার চাদরে ঢাকা পথঘাট,
পাখিদের কূজন থামে হিমেল রাত।
পিঠে-পুলির উষ্ণতায় মায়ের হাসি,
শীতল সকালে রোদ যেন অমূল্য হাঁসি।
পৌষের এই মায়ায় হৃদয় বাঁধে গান,
প্রকৃতি লিখে যেন নতুন এক রুপকথার গান।
কৃষকের সকাল সকাল লাঙ্গল কাঁধে নিয়ে কাজে বেরিয়ে পড়া,
অপরূপ দৃশ্য, দল বেঁধে সেই চলা।
শিশিরের বিন্দু বিন্দু জল সোনার মতো ঝরে,
পৌষের প্রভাতে যেন প্রকৃতি নতুন করে সাজে।