নাচতে;
যদি উঠান মাপি
শর্ত ছাপি
চুপিচাপি
তাহলে কেমন হয়।
না জানলে ;
কল, করি তো ছল
ফাটিয়ে গল
হাঁকিয়ে বল
এটা কি দোষের নয়?
উঠান ;
মেপে ছড়ায় কাদা
দোষের গাদা
ঢাকতে জাদা
কাজে ব্যর্থ হলে।
বাঁকা;
উঠান বলেই দোষণ
ঠেকলো নাচন
শোনায় বচন
কত কি যে ছলে।