শোনো,__হে মুমিন, কেনো করো খবরদারি?
তুমি কেনো ___ধর্ম নিয়ে করছো বাড়াবাড়ি?
তুমি কেনো __করছো এত হুংকার ছড়াছড়ি,
কেনো ভাবছো __বসে তুমি স্বয়ং আহামরি।
ধর্মতত্ত্ব বুঝেছো ঠিকই, তবুও স্বার্থের লোভে,
বর্জন করে স্বীয় জ্ঞান, গর্জন ছাড়ো ক্ষোভে।
আল্লা'র বাণী পাথেয় করে, তাতে রঙ চরিয়ে,
প্রভুর উছিলা দিয়ে, নিরীহকে রাখো দাবিয়ে।
তুমি একাই চিনেছ আল্লাহ, রাসূল, মসজিদ?
স্বীয় স্বার্থ উদ্ধারে, সেজেছ কি খাঁটি মুজাহিদ?
আমাদের নেই বুঝি____কোনো ধর্মীয় জ্ঞান?
তুমি সবই জ্ঞাত ,__ শুধু তুমিই মহাপুণ্যবান?
আমরা নই জ্ঞাত,_____দিন ইসলামের মান?
আমরা নই জ্ঞাত ইজমা,__ হাদীস, কোরান।
তুমি জ্ঞানী মহাফকীহ, ___তুমি বুজুর্গ মহান,
বাকি সব কি মূর্খ জালিম____ পাপি ইনসান?
বুজুর্গ যেন তুমি____"মুজতাজাবুদ দা'ওয়াহ"
তুমি যেন "মাসুম" ___নেই যে কোনো গুনাহ।
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি খোদার দূত,___ কি ছিলো তাঁর কালাম?
তায়েফে যবে___ রাসূল করেছিল দ্বীন প্রচার,
কঙ্করাঘাতে___ মৃতপ্রায় প্রিয় হাবীব খোদার।
সম্মুখীন যবে __কাফিরগণ, খোদার ক্রোধের,
জিবরাঈল ____যাও ধ্বংস করে দাও ওদের।
স্বয়ং আল্লাহ্ __এ আদেশ দিয়েছিলেন তারে,
এ সিদ্ধান্ত শুনেই রাসূল___ খোদার দরবারে।
"ক্ষমা করে দাও ওদের,___তুমি মহান প্রভু,"
এ প্রার্থনা করেছেন রাসূল __তাদের তরে তবু।
প্রিয় রাসূল _বহুবার উৎপীড়িত হয়েছেন ভবে,
বহুবার করেছেন ক্ষমা__ মুসরিকদের আহবে।
দেখ রাসূলের আদর্শ,___ হে বুজুর্গ মুসলমান,
বিনয়, নম্রতা, প্রণয়ে ____ছিলেন তিনি মহান।
তিনি মানুষের গায়ে বুলাতেন___প্রণয়ের হাত,
সেই মানুষ মেরে পেতে চাও খোদার জান্নাত?
যদি ধর্ম বুঝ, তবে বাড়াবাড়ি, গর্জন নয় আর,
বিবাদ নয় বন্ধু, বিনয়ী হই খুলে প্রণয়ের দ্বার।