ললিত চরণে তার অলক্ত কিঙ্কিণি
চালতার ফুল তার হেরিনু রূপেতে
হরণ করিল মন সহসা হরিণী  
চকিতে চঞ্চল হই তারই প্রেমেতে
সুহাসিনী সুনয়না ফিরিয়া তাকায়
সুরভীত কেশে তার সঘন আঁধার
মরি মরি একি রূপ হেরেনু ধরায়
ফুলেল ফাগুন হেরি সারা দেহে তার।

বিবশ সে রূপে আমি; মুদিলে নয়নে
সতত ভাসিয়া ওঠে রূপসীর রূপ
উঠিতে বসিতে ভাবি স্বপনে স্বয়নে
কেমনে পাইব তারে ভাবিয়া নিশ্চুপ
শতবার বারবার তারি প্রেমে পড়ি
এক্ষণে আসিল বুঝি নীলাম্বর পরী।