পুঁথিরই জ্ঞান ধারণ করে
জ্বলছে জ্ঞান বিষে
গুণীর কদর বুঝল না যে
জ্ঞান তাদের কিসে?
মুখস্থ সব শিখেনি তো
বিনয় ও নম্রতা
বিদ্যার ভারে অহংকারী
ভুলেছে ভদ্রতা।
ভুরি ভুরি বই পড়েছে
সকাল হতে জামি
অবোধ জনে রয় অজানা
জ্ঞান সে তো দামি।
গুনির কদর তারাই করে
জ্ঞানী আছে যারা
পুঁথির বিদ্যায় হয় না জ্ঞানী
আচারনিষ্ঠ ছাড়া।
শিষ্ট হতেই সবার আগে
জ্ঞানী লোকেরা কয়
অশিষ্ট জন পুঁথির ভারে
অহমে ডুবে রয়।