মুক্তি এলো প্রাণ বিলায়ে
রক্ত বয়ে বঙ্গে,
আবার কেন আঘাত হানে
রক্ত ঝরা অঙ্গে?
আবার কেন হায়না হাঁকে
মরন হাঁকে সঙ্গে?
শোষক কেন গরল মাখায়
রক্ত রাঙা অঙ্গে?
স্বাধীন দেশের বুলেট কেন
বিদ্ধ ভাইয়ের বক্ষে?
কোন সে পিশাচ রক্ত খেয়ে
পৌঁছাতে চায় লক্ষ্যে।
ছাত্র ভাইয়ের বক্ষে বুলেট
ছুঁড়ছে ওরা কারা?
কে আসিল অস্ত্র হাতে
ভাঙিতে শিরদাঁড়া ?
সূদন কেন সেবক বেশে
রাজ করেছে বাংলায়,
ন্যায়ের ঘাড়ে লাথি মারে
পা চাটা ঐ কামলায়!
ফ্যাসিবাদের ফাঁদে পড়ে
অমানুষ সব চুপ রয়,
ঈশান রে তোর বিশান বাজা
বাংলা আজ রক্তময়।
রক্ত খেকো রাজ করেছে
ডুবে গেছি রক্তে,
খুনের খেলায় উঠছে মেতে
রক্ত খেকোর ভক্তে।
চুপ করে হায় দালাল গুলোয়
নাইরে বিবেক নাই লাজ,
অত্যাচারের শৈল চূড়ায়
ঐ দেখ ঐ স্বৈররাজ।
বৈষম্য আজ করেছে রাজ
আমার সোনার বাংলায়
সূদন সেবক শোষক রাজা
মারছে মানুষ দাঙ্গায়।
কেহ দিল বুক পতিয়া
ঠেকাতে বৈষম্য,
কেহ মরে বুলেট খেয়ে
কেহ দেখে রম্য।