টুনটুনিতে ডিম দিয়েছে
ব্যাঙ দিয়েছে তা
ডিম ফুটে বেরিয়ে এলো
পক্ষীরাজের ছা।
ছায়ের মাথায় বিশাল ঝুঁটি
বড় বড় চোখ
শান্ত স্বভাব দেখতে বটে
মনে চাপা রোখ।
পাড়ার সকল পক্ষী এলো
দেখতে পক্ষীরাজ
পাখাওয়ালা ঘোড়া দেখে
সবার মাথায় বাজ।
এটা কেমন আজব প্রাণী
দেখতে সে অদ্ভুত
পাখির রাজ্যে যায়না মানা
ঘোড়ার বংশোদ্ভূত।
এটা শুনে পক্ষীরাজে
মনে ব্যাথা পায়
ঘোড়ার সাথে থাকবে বলে
আস্তাবলে যায়।
আস্তাবলে গেলে পরে
সঙ্গী হয়নি কেউ,
চারদিকে বয়ে গেল
কানাকানির ঢেউ।
সবার এত কানাকানি
ভাল্লাগেনি তার,
উড়াল দিলো তেপান্তরে
ফেরেনি তো আর।