পিতার বাহুতে ভর করে বসুন্ধরা
হয় সুখকর। কাটে আনন্দে ক্ষণ;
পিতার অন্তর সদা মনবলে ভরা
প্রয়োজন পিতা তবে নহে তার ধন।
পৃথিবীতে আছে যত মজবুত হাত
আছে যত শক্তিশালী মহাশক্তিধর
তার চেয়ে শক্তিশালী যত পিতা জাত।
কভু সন্তানের বৃক্ষ; কভু দিবাকর।

কর্মে ঘেমে যায় বটে থামেনা কভুও
পিতারা এমন হয় সহস্ত্র প্রমাণ
শত বাণ বুকে বিঁধে ছাড়েনা তবুও
নিজের বাহুতে রাখে আগলে সন্তান।
পিতৃতন্ত্রে ভর করে মনোহর সেই
সুখকর হয়ে ওঠে বসুন্ধরা এই ।