ললিত কমল ফোঁটা দিঘির জলেতে
পরিমল লোভে অলি গান গেয়ে ছোটে
হরষে গুনগুনিয়ে প্রেমের সুরেতে
মধু লুটিতে আকুল কমলের ঠোঁটে।
অলিরও গান শুনে কমল হরষে
মিটিমিটি হাসে আর হেলেদুলে নাচে
সব সুখ খুঁজে পায় অলির পরশে
ভালোবেসে একি সাথে মিলেমিশে বাঁচে।
আঘাত করেনা অলি কমল হৃদয়ে
রাতেই ফুটিয়া তাই অলির আশাতে
ছোটে অলি রাত শেষে রবির উদয়ে
প্রিয়ার রূপ দেখিতে প্রথম প্রভাতে।
কমল করেনি কভু অলিরে বিমুখ
তাইতো প্রভাতে জাগি জীবনের সুখ।