ණ নানা;
জনের নানা কথা
পাবেনা মিল তথা
কি ভুল কি যথা
বুঝতে বড়ই দায়।
ණ মুনি'র;
আছে তীক্ষ্ণ জ্ঞান
শিষ্যরে করে দান
দেখ সদা তার মান
ভেদ আছে তথায়।
ණ নানা ;
জ্ঞানী'র নানা মত
সবে চায় ভিন্নপথ
স্বীয় ধ্বজা পতপত
ওড়াতে চায় সবে।
ණ মত ;
যদি হয় এত বেশি
আলুঝালু এলোকেশী
থেকে যায় রেষারেষি
কোনটি খাঁটি তবে?