একি কলধ্বনি বাজে কবির আখরে
পুলকিত পুনঃপুন মোহিত ধ্বনিতে
বুননশৈলী তাহার দেখেছি হা করে
দেখি কহিনুর জ্বলে কবিতা রণিতে।
বিবিধ রতনে পূর্ণ ভাণ্ডার তাহার
লেখনীতে ঝরে ঝরে পুষ্প কলি ফোঁটে
নক্ষত্রের মতো জ্বলে শব্দ সমাহার
হর্ষে আসিয়া তাহার কবিতায় জোটে।


কাহারে কহিব কবি কাহারে অকবি
লিখিয়াছে মহাকাব্য প্রভূত তা বটে
কালের সিন্ধু তরণে অভিলাষী সবি
সে'দিন খুঁজিও বন্ধু কে আসিল তটে।
পঠিত হৃদয়ে যাহা দোলা দেয় ভাই
কালের পাতায় তাহা করে নিবে ঠাঁই।