পাহাড় নদী ঝর্না আকাশ
পাখপাখালি মুক্ত বাতাস
কে করেছে সৃষ্টি ।
ঘূর্ণন কভু যায় না ধুঁকে
আষার এলে ধরার বুকে
কে ঝরালো বৃষ্টি।
কেমন করে রাত্রি আসে
খুঁটি ছাড়া গ্রহ ভাসে
কি করে দিবস হয়?
রাত্রিবেলা চাঁদের আলো
সবার কাছে লাগে ভালো
আদিত্য কোথায় রয়?
দিবস হলে রবির কিরণ
কেমন করে বয় সমিরন
কোনো পাখা ছাড়া।
মেঘের ভেলা কেমনে ভাসে
ঐ দূরে ঐ নীল আকাশে
কেমনে জ্বলে তারা?