ইচ্ছে আমার রংধনুকে
উঠান মাঝে রাখি
হেসে খেলে রংগুলো সব
মায়ের গায়ে মাখি।

ইচ্ছে আমার ধরব তারা
ধরতে যদি পারি
আমার মাকে দেব আমি
তারার বোনা শাড়ি।

ইচ্ছে আমার নদী হব
ঘুরবো সারা গাঁয়ে
মাকে নিয়ে ঘুরতে যাব
ময়ূরপঙ্খী নায়ে।

ইচ্ছে আমার বকুল হয়ে
ঝরব মায়ের পায়ে
পাখি হয়ে গান শোনাব
সকাল-সন্ধা-সায়ে।