ঘুষ খাইনা রে বাপু আমি
মানুষ বড় ভালো ,
ঘুষ না খেয়ে ব্যবসা করি
জীবন না হোক কালো।
ভেজাল পণ্য বিক্রি করে
বুলি ছাড়ে ফাঁকা,
মিথ্যা বলে দু'টাকার মাল
বেঁচে বারো টাকা।

ঘুষ খাইনা রে বাপু আমি
মানুষ বড় ভালো,
শিক্ষকতা পেশায় আছি
জীবন না হোক কালো।
কোনোমতে দায়িত্ব সেরে
ছটাক ছটাক পড়ায়,
প্রাইভেটে পড়তে এলেই
তবেই তো পাস করায়।

ঘুষ খাইনা রে বাপু আমি
মানুষ বড় ভালো
ডাক্তার আমি চিকিৎসা দেই
জীবন না হোক কালো।
টেস্টের ফাঁদে টাকা হাতায়
নিজ পকেট ভরে,
নরমালে সম্ভব হলেও
সিজার সাজেস্টে করে।

ঘুষ খাইনা রে বাপু আমি
মানুষ বড় ভালো,
উকিল আমি সৎ আছি বেশ
জীবন না হোক কালো।
টাকার লোভে রাত্রি দিনে
সত্য গোপন করে,
অপরাধীর পক্ষ নিয়ে
ওকলাতি ও করে।

ঘুষ খাইনা রে বাপু আমি
মানুষ বড় ভালো,
সাধারণ এই জীবনযাপন
জীবন না হোক কালো।
ভোট এলে তো মহাখুশি
চাঁয় ভিজিয়ে ঠোঁট,
নেতার কাছে বিক্রি করে
নিজের ঈমান ,ভোট।