বর্ষাকালে হাঁটু জলে
ব্যঙের মেলা ঘ্যা-ঘো,
আকাশ পানে রামধনু ওই
কালো কালো মেঘও।
পানির উপর দু'পা তুলে
ব্যঙে বলে ঘ্যা-ঘো,
ব্যঙের বউ-এ সারা দিল
ওপাশ থেকে হ্যাঁ-গো।
ব্যঙে বলে শুনছো নাকি
দাওনা সারা ক্যা-গো,
যে কুয়োতে থাকছি সেবার
এবার যাবো না-গো।
ব্যঙের বউ-এ রেগে বলে
সামনে থেকে ভাগো,
এই কুয়োটাই বেশ বড় তাই
কোথাও যাবো নাগো।
ব্যাঙ বলে চাই নতুন কুয়ো
বলে দিলাম হ্যাঁ-গো,
কার সাথে মোর বিয়ে হল
জীবনটা শেষ মাগো।
কোন কুয়োতে যাবে শুনি
খালে নাকি বিলে?
সবখানেতে গা ভাসালে
ছিঁড়ে খাবে চিলে।
এসব নিয়ে ব্যঙ দম্পতির
বাঁধল যে বিবাদ,
বিলের ধারে শুনি শুধু
ঘ্যা-ঘো ঘ্যা-ঘো নাদ।