গাঁয়ের কৃষক ছুটে চলে
লাঙল কাঁধে মাঠে,
গামছা বেঁধে খাবার নিয়ে
কৃষাণী তার বাটে।
রাখাল গরুর পাল নিয়ে ঐ
ছুটছে মাঠের দিকে ,
ভোর হয়েছে অনেক আগে
বিলটা তবু ফিকে।
গাঁয়ের মেয়ে জল তুলিতে
যায় সে নদীর ঘাটে,
মেঠোপথে হেলে দুলে
পথ চলে সে নাটে।
খালে বিলে জালটা ফেলে
মাছ ধরে সব জেলে ,
বিলের মাঝে রাখাল তখন
বেড়ায় হেসে খেলে।
বিলের মাঝে গাছের নিচে
বসে রাখাল ছেলে ,
বাঁশের বাঁশির সুর তুলে তার
একটু সুযোগ পেলে।
নানা রঙের পাখপাখালীর
মেলা বিলের মাঝে ,
ঝিলের মাঝে শাপলাগুলো
ঘোমটা খোলে সাঁঝে।
গায়ের মানুষ নিত্য কাটায়
মনোহর সব কাজে,
রঙিন রবির অস্তে সবাই
ঘরে ফিরে সাঁঝে।