দশের ;
তরে যা-ই অতি সহজ
কর্ম কিংবা ভোজ
শক্তি দেহজ
             একত্রিত হলে পরে।
লাঠি ;
যেমন হলে একগুচ্ছ
নয়রে কমল পুচ্ছ
ভঙ্গুর তুচ্ছ
             কভুও নয় নড়বড়ে।

একের ;
তরে যা-ই অতি দুষ্কর
মরুর উত্তপ্ত কঙ্কর
হলেও শংকর
            একা দুষ্কর সে' কর্ম।
বোঝা;
নয় তখনই অধিকতর
একত্রে কর্ম বরাবর
এগোয় সত্বর
            বুঝতে হবে এ মর্ম।