বর্ষা আসে মনটা নাচে
ভোমর নাচে কদম গাছে
মৌটুসীদের সাথে,
বকুল বেলি চম্পা পারুল
আপন রূপে সাজে জারুল
ফুলটুশিরা মাতে।

হাঁটু জলে কলমি দোলে
শাপলা দোলে জলের কোলে
নৌকা ভাসায় জেলে,
উঁচু জাঙাল সাদা বকে
কি অপরূপ ছকে ছকে
বিলের মাঝে খেলে।

বিলের মাঝে ব্যাঙের মেলা
পানকৌড়িরা করে খেলা
নতুন জলের সাথে,
রাখালিয়ার বাঁশির সুরে
হারিয়ে যাই অনেক দূরে
মনটা কাড়ে তাতে।

শুমচা কোড়া ডাহুক ডাকে
কেয়া বনের পাতা ফাঁকে
ডাহুক মেয়ের বিয়ে।
বর্ষা এসে বেড়ায় হেঁসে
সবুজ শ্যামল বাংলাদেশে
সোনার ফসল নিয়ে।