বিয়োগের ব্যথা বুকে ভাবিলাম বসে
সেজন বুঝিবে ব্যথা যেজনে হারায়
ব্যথা নাহি বোঝা যায় গণনায় কষে;
হারায়নি যেই জন বোঝাবে কে তায়
পিতার বিয়োগ সদা বুকের ভিতর
সঞ্চিত ব্যাথার স্তূপ পর্বত সমান
সতত বিচূর্ণ করে আমার অন্তর;
আমার বিরহে কাঁদে সাত আসমান।
বাবা ছাড়া পৃথিবীর সব অন্ধকার
সবই অচেনা পথ বন্ধুর দুর্গম
আছে ছেয়ে অন্ধকারে শুধু হাহাকার
বাবার বিহনে জ্বলে মন হরদম।
বাবা পরম আপন সাহস বুকের
এ ধন হারিয়ে আমি সঙ্গী যে দুঃখের।