বিষণ আমায় করলে ভীষণ
বিষম ব্যথা বুকে
কলমে তাই অশ্রু ঝরে
হিসাব নিকাশ চুকে।

সাপের শাপে ক্রোধের তাপে
এ বুক হলো ভারি
মানুষ আমি যন্ত্র না তাই
বুকে সইতে নারি।

জনম গেলো ভয়ে ক্ষয়ে
ছলনা আর শাপে
বুঝবে কে আর কেমন করে
জ্বলেছি কোন তাপে।