লোচন সরসী আজি ডুবেছে প্লাবনে
নিশীথে জাগিয়া আমি জ্বলেছি নিরবে;
ছেদন রোদন রোজ ফুঁড়ে ফোঁটে মনে
হাসিতে লুকাই তাহা সুখের সরবে।
সতীদাহে সতী জ্বলে, আমি জ্বলি কিসে?
শরীর সরসী জলে মন তবু জ্বলে
জীবন ফুরিয়ে আসে (হলাহল) বিষে ,
দেখিনি আগুন আছে ফাগুনের তলে।
মন বেঁধেছিল ঘর প্রণয় চাদরে
সে ঘর করেছে পর আঁধারে ঠেলিয়া;
গ্রহণ করিল 'দুঃখ' আমাকে সাদরে
ধরার ধকল তাই ধমকে আসিয়া।
প্রণয় দিয়েছে ব্যথা, বুকে বিষ বাণ
অমৃত ভবিয়া যবে করি বিষ পান।