কোনো এক শান্ত দুপুর, স্নিগ্ধ বিকেল বেলায়
বাংলোর গায়ে এসে পড়ে কমলা সূর্যের আলো।
তখনও হয়নি বলা মনের ব্যাকুল কথা;
চারিদিক সুনসান ছিল, ভাঙ্গলো হঠাৎ..আজব নীরবতা।
শান্ত কপোত ডানা ঝাপটায়, দূরে কোথাও হঠাৎ করে;
গাছেদের সবুজ পাতার বুনো মর্মরে ...
শিহরিত হই, অবগুণ্ঠিত হৃদয় কেন
আজ শুধু চেয়ে হৃদয় পানে
কোনো এক অকারণ চোরা আকর্ষণী
শক্তি কেবল  পেছন টানে।