গতকাল দুপুরের আগের দুপুর
মেয়েটা ওর সদ্যমৃত চাচার কবরের পাশে দাঁড়িয়েও
আমার সাথে কথা বলার জন্য হাপিত্যেশ করেছে

নিতান্তই লর্ড-বাহাদুর আমি
সেদিকে ভ্রুক্ষেপ কই?

আপাদমস্তক আবৃত ছিল সে
হাতে-পায়ে মোজা ছিল
তবুও কিছু বলতে চেয়েছিল।

কি দোষ তার?
কালো ছিল?
ধনাঢ্য ছিলনা?
মোহমীয়তা ছিলনা?

কর্ণপাত না করিয়া আমার চলে যাওয়া
কিংবা অহেতুক ব্যস্ততার অজুহাতে ভুলে থাকা।

চা আর কোমল পানীয় এর আড্ডা থেকে ফিরে শুনলাম-
মাথা ঘুরে পড়ে গিয়ে হারিয়েছে খেই
মেয়েটা আর পৃথিবীতে নেই।

আক্ষেপ ও একমুঠো অনুশোচনা || তাওসিফ আকবর