বললে, ভালোবাসা অতসব শর্ত দিয়ে হয়না
যেমন আছে তেমন করেই "মানতে হয়"।

এই যে তুমি শর্ত দিলে,"মেনে নেয়ার"
এইসবের বাইরে ভালোবাসা হয়না?
বিন্দুমাত্র শর্তবিহীন?

যে ভালোবাসে,তাকে বলে দিতে হয়?
নিয়মের বেড়াজালে বাঁধতে হয়?

যে ভালোবাসে
শর্ত আর নিয়ম-ই হোক স্বাভাবিকতা
"মেনে নেয়ার" মত
চাপিয়ে দেয়া কোনো "শব্দ" না থাকুক
না থাকুক এই এতসব রীতি।
ভালোবাসাই হোক, ভালোবাসার একমাত্র নীতি।।