রংমহলের চরম সিংহাসনে আসীনের
ব্যার্থ হয়েছে আমার তীব্রতম আশা।
আমি মানহীন কোন খবরের কাগজ
আমি বিজ্ঞাপনে ভরা মফস্বল পাতা
আমি বন্ধ হয়ে যাওয়া লাইব্রেরি
আমি ছ্যাবলার কোনো বাংলিশ বই।
আমি হারিয়ে গেছি অতলে
যেখানে না যাওয়ার প্রতিজ্ঞা ছিল।
আমি রিয়ালিটি শোয়ের টেলিভিশন
আমি কথা শেখানো ময়না
আমি রঙ উঠে যাওয়া ফিতে
আমি গান শোনানো বেতার।
আমাকে যত শাপ দেবে দিয়ে দাও
আমাকে গণ্য করো না মানুষে
আমি ধিক্কার, আমি ঘৃণা
আমি শব্দহীন কোন বীণা।
আমারও আছে সব ক্লেশ যাতনায়
কুড়ে কুড়ে সব খেয়ে নেয়।
আমি না লেখা কবিতা
আমি ছুড়ে ফেলা পান্ডুলিপি
আমি অপ্রকাশিত গল্প
আমি নিভে যাওয়া বিদ্রোহ
আমি উবে যাওয়া ঘ্রাণ
আমি কেবলই এক দেহ
যার নেই কোনো প্রাণ,
যাতে নেই কোনো প্রাণ।