কোনো এক দুপুরে, তরু বট ছায়ে,
ক্লান্ত একাকী পথিক-
ভাবে বসে ঠায়, নির্বাক অসহায়,
যেনো পরাজিত সৈনিক।
জীবনের মানে খুজে,নির্জনে আনমনে,
ভাঙ্গা মন ডুবে হতাশায় -
হারিয়ে গিয়েছে সব,আনন্দ সুখ কলরব,
স্বপ্নরা নিয়েছে বিদায়।
ফেলে আসা চেনা পথ,শষ্য সুজলা শপথ,
জলে ভেজা দুটি চোখ-
কি ছিলো যে অপরাধ,কেনো এই অপবাদ,
ক্রম অনুভুতিহীন যত শোক।
হারিয়েছে প্রিয়তমা, হারিয়েছে প্রিয়জন,
নেই ঔরসজাত ভালোবাসা-
বীভৎসতার অনলে, পুড়ে আজ ছাড়খার,
মানব জনমের যত আশা।
তবু বেচে থাকা হয়, নিয়ে পরবাসে আশ্রয়,
হয়ে দাবার চালের ঘুটি-
জীবনের কাছে আর, নেইতো কিছু চাওয়ার,
যদি ধরা যেতো সভ্যতার টুটি।
হবেনা কিছু পাওয়া, শুধু নিজ ভুমে ফিরে যাওয়া,
মানবতায় এটুকুই আর্তি-
এখন মানুষ সেতো নয়, শুধু তার পরিচয়,
সর্বহারা রোহিঙ্গা শরণার্থী।