আমি এক স্বপ্নের ফেরিওয়ালা,
স্বপ্ন বিলি হৃদয়ে হৃদয়ে,
এইতো আমার খেলা,
আমি স্বপ্নের ফেরিওয়ালা।
স্বপ্ন বিভোর সুখি মুখগুলো,
কষ্ট ভুলে হাসি ছড়ালো,
জাগে প্রানে কি যে দোলা,
আমি স্বপ্নের ফেরিওয়ালা।
ইট পাথুরে অভিজাত কুঠোরে,
পাড়া গায়ে ম্লান পর্ণ কুটিরে,
আব্রু ছেড়া ভেজা বস্তি ঘরে,
পরাজিত প্রান বিষন্নতা ভারে,
আমি স্বপ্নের কথা শোনাই,
আমি সুগন্ধ সঞ্চারী ছড়াই।
ধুলোয় ধুসর নাগরিক ঝঞ্ঝাটে,
কলুষিত মন রংহীন চিত্রপটে,
নীতি বোধহীন অশ্লীল ঘাটে,
বিষাদ বিধুর আনন্দহীন হাটে,
আমি আশার গল্প বলি,
রংধনু একে চলি।
আমি স্বপ্নের ফেরিওয়ালা,
স্বপ্ন বুনি নিশি নিদ্রাহীনে,
নিসঙ্গ সারাবেলা...।