কার্তিক নিশী,দুর পরবাসী,
অষ্টাদশী আধো চন্দ্রিমা-
নবান্ন প্রভাতে,বিদায়ী শরতে,
আনন্দ চরিতে মহিমা।
ধোয়াশা ধোয়ায়,কুয়াশা ছোয়ায়,
দূর্বা চুড়ায় শিশির-
শীত শীত ভোর,ঘুম ঘুম ঘোর,
পাখীদের কলকিচির।
মেঘে মেঘে ছাওয়া,হীম হীম হাওয়া,
মিষ্টি রোদেলা হাসি-
অলসে অলসে,পরশে পরশে,
সুখ সুখ অভিলাষি।
গোধুলি বেলায়,সূর্য হেলায়,
কোমল লালে সুশোভিত-
প্রকৃতির রুপ,একি অপরুপ,
বিমূঢ় মুগ্ধতায় মোহিত।
অসিমে তাকাই,কোথা যে হারাই,
মন মাঝে কে কথা কয়-
জীবনের শোরগোল,যত ডামাডোল,
বড় বেশী তুচ্ছ মনে হয়।