কথা কিছু থাকে,মনের গহীনে,
হয়না বলা কভু,
হাসি মুখ ঢাকে,চোখের তারায় জ্বলা-
কষ্ট নিভুনিভু ।
একই সাথে থাকা,পাশাপাশি চলা,
সময়কে টেনে নেয়া,
স্রোতের প্রতিকুলে,দাড় বেয়ে যায়-
পালছেড়া জীবনের খেয়া ।
কভু কদাচিৎ,কোকিলের সুরে,
বসন্ত গেয়ে ওঠে গান,
প্রানহীন হাসি,এলোমেলো খুশি-
কাটেনা চাপা অভিমান ।
কে যে দোষী,আর কে বা নির্দোষ,
বড় অমুলক খোজাখুজি,
তুচ্ছ অহমের ভারে,ব্যাবধান বাড়ে-
এতো ঈর্ষার কারসাজি ।
ভুল দিয়ে শুরু,অংকমালায়,
সমাধান মেলা ভার,
জীবনের হিসেবে,নয়ে ছয়ে মিল-
ফাকিঝুকির সমাহার ।