চাদের সাথে কখনো জুড়ি-
অলিক কথোপকথন।
বাতাসের কানে চুপিসারে বলি-
হৃদয় ভাঙ্গা কাহন।
একাদশিতে অবুঝ শশী-
খেলে যায় আনমনে,
পঞ্চদশী লাজুক আভায়-
পালিয়ে আধবদনে,
অষ্টাদশীর স্নিগ্ধ রুপে-
মুগ্ধ প্রপাতে,
পূর্ণিমাতেই আলাপ জুড়ি-
তন্দ্রাহীন রাতে।
হাওয়ায় ভাসা শব্দমালা-
মেঘের কোলে চড়ে,
কল্প ভাষায় কয় যে কথা-
আবেগ ঘন স্বরে,
ধুসর কালো বিশালতায়-
শুভ্র প্রভার ছায়া,
গল্পে মাতি আমরা দুজন-
জড়িয়ে ঐন্দ্র মায়া।
কষ্ট ঝুলির দুখের বোঝা-
স্তব্ধ শ্রবনে,
চন্দ্রিমা তার কান্না লুকোয়-
অতি সন্তর্পণে,
চাঁদ বুঝি বা কাদতে জানে-
অন্য প্রানের ব্যাথায়,
মেঘেরা কি তাই রুমাল হয়ে-
অশ্রু মুছে যায়...।