পছন্দের মানুষের তালিকা
ক্রমেই ছোট হয়ে আসছে...
এক সময়ের সাম্যবাদীরা
আজ চরম সুবিধাভোগে-
ঋজু মেরুদন্ডে মেদ জমিয়ে হাসছে।
নীতি আদর্শের কথাগুলো
বইয়ের পাতায় উইপোকার খাদ্য,
আর ফেসবুকে নিজেকে উপস্থাপনের
জ্যামিতিক উপপাদ্য।
খবর আর ছবিগুলো বড়বেশী মিথ্যে বলে এখন-
অন্তরের পংকিলতা আড়ালে
ধর্মের ব্যাবহার প্রতিক্ষন।
চারিদিকে চাটুকারের দল করে কপটের জয়গান,
সীমাহীন লোভ উল্লাসে চলে
তোষামোদি গুণগান।
কি প্রাণান্তকর অভিলাষে, নিজেকে বিকোয় সততা-
ভালো থাকার সংজ্ঞা শুধু
বিত্তের নাগপাশে শঠতা।
কোনো হাসিমুখ আজ আর সুখী মননের দেয়না নিশ্চয়তা,
অদৃশ্য আর্তনাদ ছড়িয়ে গুমরে কাদে
হৃদয়ের নৈতিকতা।
তবুও আশায় বাধে প্রান, দিন বদলের,
তবুও স্বপ্ন দেখে মন, একটি নুতন প্রভাতের।