মনে পড়ে সেদিন রাতে-
অঝোর বৃষ্টি ছিলো,
মেঘেরা যেনো আমার হয়ে-
কষ্টে কেদেছিলো।
কষ্ট ছিলো আমার মনেও-
ভিজেনি দুচোখ তবু,
ভিজেছিলো আশার প্রদীপ-
আর জ্বলেনি কভু।
ভালো থেকো,যেও ভুলে-
এই ছিলো শেষ কথা,
স্থবির হয়ে ভুলেছিলেম-
দগ্ধে ক্ষতর ব্যাথা।
জীবন নদীর স্রোতের ধারা-
বাক খুজে নেয় নিজে,
দুঃখ চেপে সাতরে চলে-
ঢেউয়ের ভাজে ভাজে।
ভালো আছি কথা মত-
ভুলেই থাকি তোমায়,
শুধু খুব নিশীথে বৃষ্টি এলে-
অশ্রু জলে ভাসায়......।