আজ প্রভাতে নেই কোলাহল-
অন্যরকম ভোর,
সাগর পাহাড় সবুজের বন-
কাটছেনা তো ঘোর।
সদ্য স্নাত সূর্য ঢালে-
নরম রোদের আভা,
সাগর তীরের বালুকনায়-
ঝিকিমিকি শোভা।
বনের ছায়ায় ছন্দে বয়ে-
ঝর্ণা ধারার পানি,
পাহাড় চুড়ায় মেঘের খেলা-
কুয়াশার হাতছানি।
পাখ পাখালীর কলতানে-
মেতে ওঠে প্রান,
শিশির ভেজা গুল্মলতা-
বুনো ফুলের ঘ্রান।
দমকা হাওয়া শিস তুলে-
ঝাপ্টা দিয়ে যায়,
থেকে থেকে সাগর ডাকে-
আমার কাছে আয়......।