মধ্য রাতের নির্জনতায়,
ঝিঝিদের গান শুনি,
ঝিরিঝিরি হাওয়ায় তন্দ্রালু চোখে,
অলিক স্বপ্ন বুনি।
জোছনা মেঘের লুকোচুরি খেলা,
তারাদের উকিঝুকি,
কালো ক্যানভাসে নক্ষত্র সাজিয়ে,
করে যাই আঁকিবুঁকি।
মুদিত দুচোখ মন ছুটি নিয়ে,
চলে যায় বহুদুরে,
অতীতের ভুল শুধরে নিয়ে,
আনমনে খেলা করে।
খুজে ফিরে পাই প্রিয় চেনামুখ,
আবেগি কথোপকথন,
যদিও মায়া তবু কেটে যায়,
কিছু অনাবিল মধুক্ষন।
ছোট ছোট কত সুখেভরা স্মৃতি,
বুকেতে ভারী নিশ্বাস,
জীবনের খাতায় শুধু কাটাকুটি,
জ্যামিতিক অনুপ্রাস।