কন্যা জায়া জননী প্রতিভূ,
মায়া মমতার উপাখ্যান,
নষ্ট মানুষ, কামান্ধ পিশাচ,
বোঝেনা নারীর সম্মান।
আপাত নিরীহ মুখোশের আড়ালে,
লোভাতুর চোখ হাসে,
শক্তির ব্যাবধানে লুটে সম্ভ্রম,
ধিক্কার তোর পৌরুষে।
তষ্কর যখন সমাজপতি,
অদুরদর্শী, মুর্খ, নেতা,
অবশ্যম্ভাবী হয়ে,ধুলোয় লুটোয়,
মানবিক নৈতিকতা।
কথিত সভ্যতা, আধুনিকতায় মেতে,
ভুলে সব অনুশাসন,
জন্ম নিয়েছে,জারজের বীজ,
কদর্য বিকৃত মনন।
ভ্রষ্ট সমাজে, সালিশ প্রহসন,
ভুলেভরা বিচারি খাতা,
নৃশংসতায় হোক নৃশংস সাজা,
পাশবিকতায়,পাশবতা।