আজ বিজয়ের কথা বলতে এসেছি,
শোনো প্রজন্ম ধাবমান,
বিদীর্ণ এক বেদনা ত্যাগে,
এই মানচিত্র মহীয়ান।
বিজয় আসেনি সুশোভিত কোনো,
পল্লবিত রথ চড়ে,
আসেনি সেতো কারো অনুকম্পায়,
দানে কিবা সমাদরে।
বিজয় এসেছে প্রান সংহারী সংগ্রাম,
দীর্ঘ মুক্তিযুদ্ধ করে,
বিজয় এসেছে লক্ষ প্রানের সমুদ্র সম,
রক্তের স্রোত ধরে।
বিজয় এসেছে শত সহস্র অসহায় নারীর,
সম্ভ্রম আব্রু ক্ষয়ে,
বিজয় এসেছে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে,
স্বাধীনতার অভিপ্রায়ে।
বিজয় এসেছে শোষকের ভ্রুকুটি নির্মমতা,
জুলুমের প্রতিবাদে,
বিজয় এসেছে বায়ান্ন আর উনসত্তরের,
হত্যা খুনের প্রতিশোধে।
বিজয় এসেছে শান্তিপ্রিয় নিরিহ বাঙালীর,
ঘুরে দাঁড়ানো ইতিহাসে,
বিজয় এসেছে অত্যাচারের জবাব দিতে,
অদম্য দুর্যয় সাহসে।
বিজয় এসেছে সবুজ শ্যামলে রক্তিম লাল,
সূর্য পতাকা উড়িয়ে।
বিজয় এসেছে বঙ্গবন্ধুর দীপ্ত শপথ,
বজ্রকন্ঠ ছড়িয়ে।