তুমি নীলিমা
মোঃতওহিদুল ইসলাম
তুমি বিশ্বাসী সরল কোমলমতি সুন্দরী ও গুণবতী
তা জানি মানি বলেই তোমাকে একান্ত বিশ্বাস করি
তুমি ছলনা জাননা প্রতারণা জাননা তুমি নির্লোভ
অন্যের কষ্টে প্রাণ কাঁদে তুমি সেই অবলা নারী।
বিশ্বাসের মর্যাদা ও কথা রাখো এখানেই স্বার্থকতা
বিপদে হাত বাড়াও অশ্রু মুছে অনুরাগে পথ দেখাও
উপদেশ দাও হাসিমুখে হৃদয়ে ধরে রাখো মমতা
পরের দুখে নীরবে কাঁদো মানব মনে ফুল ফোটাও।
শ্রমকে ভালোবেসে নিজেকে ব্যস্ত রাখো সারাক্ষণ
তুমি নিভৃতচারী জ্ঞান সাধক তা আমি জানি
জগৎ জুড়ে সুখের পায়রা উড়াও সকাল সন্ধ্যা সাঁঝে
তুমি আশার আলো ধ্রুবতারা সবার নয়ন মণি।
আমার স্মৃতির প্রতি পাতার সুন্দর জলছাপ তুমি কাব্যের ছন্দ তালের গোপন সুর রূপ ও উপমা
উপন্যাসের প্রাণ স্বপনের নায়িকা উর্বর মনোভূমি
যুগে যুগে আমার হৃদয়াকাশের তুমি সেই নীলিমা।
তোমাকে রাখিনী দূরে রেখেছি দু'চোখের কোণে
হয়তো তুমি কাছে নেই এতে আমার ভ্রূক্ষেপ নেই
তোমার সেই মধুর কণ্ঠস্বর আমি শুনি ক্ষণে ক্ষণে
জীবনে হয়তো দেখা হবেনা বলবে না ভালো নেই।
(১৯/৮/২১ইং)