সম্ভাবনার দোয়ার যখন বন্ধ দেখি আমি
কলসী ভরে ছলনার জল নাও গো তখন তুমি।
প্রণয় সুখে ঢেউ খেলেনা বাঁকা ঠোঁটের ফাঁকে
আগের মতো খুঁজবেনা আর জানি তুমি তাকে।
অনুরাগের চিকন সুতোয় আর গেঁথোনা মালা
অতীত ভেবে হয়তো তোমার বাড়বে মনের জ্বালা।
জ্যোৎস্নার আলো গায়ে মেখে যেথায় হতো দেখা
নিশীরাতে সেথায় কভূ যেওনা আর একা।
গোলাপবাগে যেওনাকো সকাল সন্ধ্যাসাজে
পাড়ার লোকে দেখে বলবে মেয়ে তুমি বাজে।
তুমি আমার নাইবা হলে আজীবনে তরে
ব্যথার জালে বন্দি হলে স্মরণ করো মোরে।
সুযোগ ফেলে আগের মতো থাকবো আমি পাশে
তোমার সুখে আমার তরী ভাসিয়ে দেবো হেসে।