তোমায় ভেবে কত দিন কত রাত নীরবে গেছে কেটে
তোমার প্রেমের পরশ অধরা বলে এখন সময় কাটে শোকে
হেসে খেলে অকারণে কত না সময় নীরবে গেলো চলে
হয়নি চলা তোমার ধ্যানে পারিনী যেতে ডেকে
সুন্দর সৃজন জগৎ জুড়ে যা কিছু দেখি নয়ন মেলে।
মানবের তরে করেছো সৃজন দয়াতে মানব সুখে
চিনিনা তবু কার সে অনুরাগে ধরণীতে এত কিছু
চাইনা যেতে সত্য পথে ভুল করে তাই কাঁদি দুখে।
মানব মনে যে গুণ তুমি খুশিতে দিয়েছো ঢেলে
সে গুণের মর্যাদা পারিনী দিতে অন্ধ মোহের টানে
নিজের স্বার্থে আলেয়ার প্রেমে বেলা যায় চলে
আজাব গজব তাই তুমি দাও ভাসতে শোকের বানে।
শেষ বেলাতে মিনতি প্রভূ জানাই তোমার তরে
ক্ষমা করে এই আমারে রেখো পরপারে
কষ্ট তুমি যা পার দাও এই জগতে মোর
শেষ বিচারের দয়া থেকে রেখো নাকো দূর।
                      (১৫/৮/২১ইং)