তোমার দুখে আমার চোখে কেমন অশ্রু ঝরে
আসলে ফিরে দেখবে চেয়ে নয়ন দু'টি ভরে।
তোমার তরে দেশের লোক কি যে পাগলপারা
ডাকলে তুমি আগের মতো সবাই দিবে সাড়া।
উঠবে জেগে আধমরা সব তোমার কথা শোনে
গরিব দুখী সবাই মিলে রাখবে হৃদয় কোণে।
কোকিল শ্যামা মধুর কণ্ঠে গাইবে সুখে গান
আবার পাবে তোমার বাংলা নতুন করে মান।
মাটির বুকে ফলবে সোনা হাসবে তরু লতা
আনন্দে সব গরিব দুখী ভুলবে মনো ব্যথা।
তোমার রূপ দেখবে যারা সকাল সন্ধ্যা সাঁঝে
মুখটা চেপে নিন্দুকের দল মরবে তারা লাজে।
আবার এসে দেখবে যেই তোমার গড়া দেশ
আনন্দে সব হারিয়ে যাবে অতীতের ঐ রেশ।
তোমার আসা হবেনা আর এটাই চির সত্য
মনটা তবু তোমার শোকে সদাই থাকে মত্ত।
                   (১৪/০৮/২১ইং)