হৃদয় জুড়ে কষ্টের খেলা দিবা নিশী চলে
কাছে এসে কেউ দেখেনা আঁখি দু'টি মেলে।
হরেক ছলে খেলা চলে এই হৃদয়ের মাঠে
বিরহীরা নেচে গেয়ে সাধ নিয়ে যায় লুটে।
আলেয়ারা আড়ে আড়ে বারেক ফিরে চায়
চোখ ইশারায় বলে তারা যেতে নিরালায়।
আমি যদি চাই যেতে একটু তাদের সাথে
কষ্টেরা সব জোর করে টেনে ধরে হাতে।
আঁখি বেয়ে জল পড়ে বুক ভেসে যায়
ও পাষাণী আমার পানে নাহি ফিরে চায়।
বেদনারা হেসে হেসে কানে কানে কয়
সাথী হয়ে তুমি থাকো ভুলে গিয়ে ভয়।
অনাদরে যে হারামী দিলো শুধু ফাঁকি
অযথা আর তারে কেন কর ডাকাডাকি?
অতীত ভুলার মন্ত্র শিখে যদি থাকো পাশে
বন্ধৃ ভেবে আমরা নেবো কোলে তোমায় হেসে।
তাদের কথা শোনে আমি চুপ করে থাকি
দূর থেকে চোখের তারায় তবু তারে দেখি।
(২৬/৮/২১ইং)