তাই করি
মোঃতওহিদুল ইসলাম
অতীত ভাবনা কি তোমাকে আজও নীরবে কাঁদায়
তীরহারা মানুষ যে ভাবে কাঁদে সে তীরের মায়ায়?
পঞ্চমীর চাঁদ যে মোহে রাতকে ভালোবেসে আলো বিলায়
তোমার কি আজও মন চায় সে আলোতে বসতে নিঝুম নীরালায়?
ছলনার যে পথ তুমি আপন সিদ্ধান্তে নিয়েছো খোঁজে
কষ্ট ব্যথার তীব্র জ্বালা ভুলে সত্যি কি সুখ পেয়েছো বুঝে?
ক্ষণিক মোহে অন্ধ হয়ে যে মনকে ভেঙ্গেছো অবলীলায়
সে মন কি নিশীতে হঠাৎ তোমার আরামের ঘুম ভাঙ্গায়?
তোমার ড্রাকুল আত্মার পিপাসা কি মিঠে নতুন বন্ধনে
নাকি সেই অতীতকেই খোঁজে মনোবীণায় সঙ্গোপনে?
প্রশ্নের জন্য নয় অতীত ভুলিনী বলেই জানতে ইচ্ছে হয়
তোমার শূন্যতায় মন পুড়ে, তেমন কি তোমারও হয়?
বেঁচে থাকতে সবাই সুখ চায় ক্ষণিক শান্তির প্রত্যাশায়
আমিও তাই চেয়ে ছিলাম ভুল পথে গভীর বাসনায়।
সৃষ্টির স্রষ্টার নিগূুঢ় খেলায় দু'টি মন দু'দিকে গেছে বেঁকে
তোমার আশার জয় হয়েছে তাই যেন দেখি দু'চোখে।
এর চেয়ে ঢের বেশি আজ আর নেই কোন আশা
পৃথিবীর বুকে প্রেমের জয় হোক তাই করি প্রত্যাশা।
(২৪/০৫/২১ইং)