সকল কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে
এই পৃথিবীর মায়া কান্না করে কি লাভ হবে?
সৃষ্টি হলে ধ্বংস হবে এটাই খাঁটি কথা
তবু কেন মরার কথা ভেবে পাওনি ব্যথা?
প্রেমের তরে সকল সৃষ্টি ভবের হাটে ভাই
কিসের মোহে জগৎ জুড়ে করো গো বড়াই?
দুখের দিনে কেউ রবেনা সঙ্গী হয়ে সাথে
কর্ম গুণে আমল পাবে নিদান কালে হাতে।
সময় থাকতে ওভোলা মন পূণ্য তুল ঘরে
শান্তি সুখ চাও যদি গো তুমি মরার পরে।
স্রষ্টার আদেশ নিষেধ মেনে কাজ করে গেলে
পরজন্মে কাঁদবেনা কেউ অশ্রু শোকের জলে।
(২৫/৮/২১ইং)