আমি যদি চলে যাই
না ফেরার দেশে
একা একা খুশি মনে
হেসো বসে বসে।
ছোট ছোট ব্যথা মোর
না রেখে মনে
ক্ষমা করে দিও সব
নিজ নিজ গুণে।
কিছু আশা কিছু স্মৃতি
দূরে পরে রয়
মাঝে মাঝে কাছে এসে
নানা কথা কয়।
গুণে মানে আমি যদি
কারো হই যোগ্য
হাসি মুখে তাই দিও
যাহা মোর প্রাপ্য।
এর বেশি নেই আর
কোন কিছু চাওয়া
সুখে যেন রই আমি
তাই করো দুয়া।