মমতার চাদরে ঢাকা কিছু স্মৃতির পাতা
আজো রেখেছি যতন করে
ভাবের হাটে কোনদিন এসে, যদি কেউ খুঁজে
কৃতজ্ঞচিত্তে ফিরিয়ে দেব তারে।
কাঁচা হাতের লিখা কষ্টের কথা মধুর স্বপন আঁকা
আকুতিভরা প্রাণ মিলনের রূপরেখা।
আশার কালিতে খুশির কাগজে লিখা মনের কথা
কোথাও নেই বেদনার জলছাপ আঁকা।
গাঁয়ের মেঠোপথ ধরে যেতে হবে কোথায়
তাও লিখা আছে স্পষ্ট ঐ পাতায়।
বাঁশের সাঁকো ছোট ব্রীজ খাল বিল খেয়াঘাট
পার হলেই শান্তির আভা দেখা যায়।
জীবন্ত গল্পের এ যেন এক মহাট্রাজেডী
একাকী পড়লে বুকে বাড়ে ব্যথা
অন্তর ফাঁটে জ্বালা বাড়ে দহনে পোড়ে মন
অশ্রু গড়িয়ে পরে ভিজে সে পাতা।
বযসের ভাড়ে ক্লান্ত আমি পারিনা সে ভার বইতে
সময় গড়িয়ে এই বুঝি সন্ধ্যা এলো নেমে
স্বপ্নরা হারিয়ে গেলো,বিষণ্নরা খুশিতে এলো ফিরে
পাষাণীর মুখ, এখনও দেখিনী তবে কি গেল থেমে?
ভুলে কি গেছে ফিরিয়ে নিতে সে আমানত তার
নাকি খুব ব্যস্ত সময় করছে পার
সন্ধ্যা ঘনিয়ে এলো তবু কেন ফিরেনী ঘরে
নাকি এটাও শেষ ছলনা তার?
                      (৯/৮/২১ইং)