শুভ্র বেশে সাত-সকালে
কে এলোরে দেশে
পাখ পাখালী আনন্দে সব
উড়ে হেসে হেসে।
স্নিগ্ধ আলোর খেলা হবে
নীল আকাশোর বুকে
মন আনন্দে বিরহী সব
ফুল কুড়াবে সুখে।
জুঁই মালতি আর শেফালি
সুবাস মেখে গায়
নীরব কথা কানে কানে
আজকে বলে যায়।
বীণার তারে বাজবে সুর
নতুন করে আজ
শিউলি এসে নাচবে সুখে
ভুলে শরম লাজ।
নদীর বনে কাশফুলের আজ
বসবে প্রথম মেলা
আকাশ জুড়ে সাদা মেঘের
ভাসবে খুশির ভেলা।
(১৬/০৮/২১ইং,সকাঃ৭ঃ২০মিঃ)