কৈ মাগুর টাকি লুকায়
নোংরা জলের খালে
চুনোপুঁটি পড়ছে ধরা
শুদ্ধি সুতোর জালে।
শোল গজার রুই কাতল
ঘুরে রাজার হালে
রাঘববোয়াল স্বচ্ছ জলে
বেড়ায় হেসে খেলে।
ঢালকানা আর টেংরা শিং
ভাসে শোকের জলে
ওদের জ্বালায় শান্তি যখন
যায় গো রসাতলে।
শক্ত সুতোর জাল ফেলে
সকল বিলে ঝিলে
রাঘববোয়াল ধরতে হবে
স্বার্থ সকল ভুলে।