আমার মানুষ খুব যে সুখী চার সন্তানের মা
নেই তুলনা কোন কিছু নেই তার উপমা।
মুখে থাকে মধুর হাসি ছোট্ট সোনার ঘর
সবাই তারে ভালোবাসে কেউ ভাবেনা পর।
কারো সাথে ঝগড়া বিবাদ করেনা সে ভুলে
ব্যথিতরে আপন ভেবে টেনে নেয় তার কোলে।
মান গরিমা নেইকো মনে যতই থাকুক সুখে
গরিব দুখী আপন জনের সদাই খবর রাখে।
সাতসকালে মেঠোপথে ঘোমটা পরে হাটে
পুষ্প সুবাস গায়ে মেখে বাড়ি আসে ছুটে।
কাজে কর্মে দেয়না ফাঁকি কভূ দিবানিশি
হরেক মজার গল্প বলে জ্যোৎস্না রাতে বসি।
মনের মাঝে নেই চাহিদা খুব বেশি তার
শ্রম সাধনায় তিলে তিলে গড়েছে সংসার।
(১৪.১০.২০ইং)