তমা নামের সেই মেয়েটি জ্যোৎস্না রাঙা চাঁদ
নয়ন ভরে দেখতে তারে মনে জাগে সাধ।
রাঙা ঠোঁটে মুচকি হেসে যখন কথা কয়
সদ্য ফোটা গোলাপ যেন পাঁপড়ি মেলে রয়।
মিষ্টি মুখের মধুর ভাষা শোনতে লাগে ভালো
উপচে পরা রূপটা যেন পূর্ণিমার ঐ আলো।
সত্য ন্যায়ের পথে চলতে হয়না কভূ ভুল
দীঘল কালো লম্বা তার রেশমী মাথার চুল।
কচি লাউয়ের ডগার মতো কোমল তার দেহ
মন্দ কাজে এই জগতে পায়না খুঁজে কেহ।
আবির মাখা গাল দু'টি দেখতে চমৎকার
নিপুন শিল্পীর হাতে আঁকা প্রথম আবিষ্কার।
দেখতে তারে মায়া লাগে ছুঁইতে চাহে মন
নেই অধিকার কাছে এনে দেখতে সারাক্ষণ।
বাদলা দিনে আকাশ থেকে বৃষ্টি যখন পরে
সকল কিছু ভুলে গিয়ে তারে মনে পড়ে।
আমার যেমন তার তরে পোড়ে সদা মন
অনুরাগে সে কি খুঁজে আমায় সারাক্ষণ?
(১০/৮/২১ইং,সঃসন্ধ্যা৬ঃ৩০মি)